শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / ইতিহাস ও ঐতিহ্য / ১৪ ফেব্রুয়ারি বাংলা ভাষা সংগ্রামের একটি বিশেষ দিন

১৪ ফেব্রুয়ারি বাংলা ভাষা সংগ্রামের একটি বিশেষ দিন


রফিকুল ইসলাম নান্টু:
আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস সম্ভবত শুধু এটিই জানে বর্তমান যুব ও কিশোর প্রজন্ম বা অনেকেই। জাতিকে সুকৌশলে জানতে দেওয়া হয়নি ১৯৫২ সালের এই দিনটি একটি ঐতিহাসিক তাঃপর্যপূর্ণ দিন। এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনশন ধর্মঘট করেছিলেন। তার এই প্রেরণাই ২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র জনতাকে ১৪৪ ধারা ভঙ্গের সাহস যুগিয়েছিলো বলে অনেকেই মনে করেন।

এই ঐতিহাসিক দিনটিকে ইতিহাস থেকে মুছে দেওয়ার হীন চক্রান্তে এই মাটিরই সন্তান বিশিষ্ট সাংবাদিক বিএনপির থিংক ট্র্যাঙ্ক হিসেবে পরিচিত শফিক রেহেমান, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস নামে বাংলাদেশে আমদানি এবং প্রতিষ্ঠা করেছেন। ঠিক যেমনটি করা হয়েছে ১৫ আগষ্ট খালেদা জিয়ার জন্মদিন।

বিঃদ্রঃ- ১৯৫০ সালের ১ জানুয়ারি থেকে ১৯৫২ সালের ২৬ ফেব্রুয়ারি টানা ৭৮৭ দিন বঙ্গবন্ধু কারাগারে ছিলেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …