সোমবার , নভেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ১৪ দলের সঙ্গে বৈঠক নৌকাকে সমর্থন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের

১৪ দলের সঙ্গে বৈঠক নৌকাকে সমর্থন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের

ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের দুই মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসায় ১৪ দলের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে এ সমর্থন দেওয়া হয়। মুজিববর্ষ উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বৈঠক আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঢাকার দুই সিটি নির্বাচনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামের জয় নিশ্চিত করার জন্য ১৪ দলের সঙ্গে একমত পোষণ করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। বৈঠক শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। দেশ এখন জঙ্গিমুক্ত ও আলোকিত। উন্নয়ন গতিশীল হচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে রাজনীতির প্রাণকেন্দ্র ঢাকায় সুযোগ্য মেয়র নির্বাচন করতে হবে। ঢাকাবাসীকে মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় না হলে ঢাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রাখা যাবে না।

নাসিম আরও জানান, বিএনপির অতীতের শাসনের সময় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু নষ্টই হয়নি, তাদের সন্ত্রাসী গোষ্ঠীর হাতে সংখ্যালঘু ভাইবোনেরা নির্যাতিত হয়েছেন। ধর্মীয় অনুষ্ঠান পর্যন্ত করতে পারেননি। তাই সিটি নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় সুনিশ্চিত করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সরস্বতী পূজা নিয়ে সংকট উত্তরণে সরকার ও ১৪ দলের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। বৈঠকে জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ূয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ডা. শাহাদাত হোসেন, এজাজ আহমেদ মুক্তা, রেজাউর রশীদ খান, অসিত বরণ রায়, সাখাওয়াত হোসেন শফিক, নাদের চৌধুরী, মো. আলী ফারুকী, শফিক আহমেদ খান, ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, বুদ্ধিস্ট ফেডারেশনের নির্বাহী সভাপতি অশোক বড়ূয়া, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি, অ্যাডভোকেট তাপস পাল, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …