শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / ১২ বছরেও এমপিওভুক্ত হয়নি সিংড়ার ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ

১২ বছরেও এমপিওভুক্ত হয়নি সিংড়ার ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
১২ বছরেও এমপি পায়নি নাটোরের সিংড়া উপজেলার ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ।সকল শর্ত পুরন হলেও এমপি না পাওয়ায় হতাশায় ভুগছে শিক্ষক ও কর্মচারীরা। অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছে। প্রতিষ্ঠানটি এমপিও  প্রদানে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছে সবাই।

জানা যায়, ২০০৮ সালে ফরিদুল ইসলামের উদ্যোগে স্থাপিত লাভ করে ফরিদনগর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ।নাটোরের সিংড়া উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নে অবস্থিত একমাত্র কলেজ এটি। মোট শিক্ষার্থী প্রায় ৩৫০ জন। শিক্ষক ও কর্মচারী রয়েছে ৩২ জন। ভোকেশনাল শাখায় ৪ টি ট্রেড এবং বিএম শাখায় ৪ টি ট্রেড রয়েছে। প্রতিদিন জাতীয় সংগীতের মাধ্যমে কার্যক্রম সুচনা হয়। ১৬ টি শ্রেনী কক্ষ রয়েছে। রয়েছে তিনটি একতলা ভবন।  একটি সুবিশাল খেলার মাঠ রয়েছে। শিক্ষার্থীদের বিনোদন এবং খেলাধুলার সামগ্রী রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সহযোগিতায় শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপিত হয়েছে। সেখানে তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছে অধ্যক্ষ ফরিদুল ইসলাম।  

সুন্দর ও মনোরম পরিবেশে নাটোর- বগুড়া মহাসড়কের পাশ ঘেষে আজুর দরগা নামক স্থানে অবস্থিত এ কলেজটি এলাকায় উচ্চ শিক্ষা প্রসারে অবদান রেখে চলছে। প্রত্যন্ত এলাকায় অবস্থিত অত্র কলেজের অবকাঠামো, শিক্ষার্থী সংখ্যা, ফলাফল সন্তোষজনক হলেও এমপি মেলেনি। এজন্য এমপিও প্রদান করে শিক্ষার পরিবেশকে গতিশীল এবং শিক্ষকদের পরিবার পরিজন নিয়ে সুন্দর ভাবে বাঁচতে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছে সবাই।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …