নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিংড়া উপজেলা ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ এর ২৫ মার্চ কাল রাত্রে এদেশের নিরীহ, নিরস্ত্র জনতার উপর পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের হামলার ফলে ২৬ মার্চ শুরু হয় মহান স্বাধীনতা সংগ্রাম। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর লক্ষ লক্ষ বীর মুক্তিযোদ্ধার অপরিসীম আত্মত্যাগ ও মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় দেশ মাতৃকার মহান স্বাধীনতা। লাল সবুজের পতাকা পতপত করে উড়তে থাকে হাটে, মাঠে, ঘাটে, বন্দরে সর্বত্র।
শুক্রবার বিকাল ৪ ঘটিকায় রামানন্দন খাজুরা ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাধীনতা দিবসে সকল শহীদের স্বরনে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুকুল হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শ্রী তপন কুমার সরকার। আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ইদ্দ্রীস আলী, সহ-সভাপতি হান্নান শাহরিয়ার, আব্দুল মান্নান, যুগ্ন সাধারন সম্পাদক মুন্টু মিয়া,ইউনিন যুবলীগের সাধারন সম্পদক আব্দুস সালাম, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জামশেদ মাস্টার, ৯ নং ওয়ার্ডস্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ রহিদুল সহ আওয়ামী লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মহান স্বাধীনতার এর শুভলগ্নে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি সেইসব বীর যোদ্ধা ও মা-বোনদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ মহান স্বাধীনতা। স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। তাই ১২ নং খাজুরা ইউনিয়ন এর সর্বস্তরের জনগণ একাত্তরে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
আরও দেখুন
ঢাকাস্থ সিংড়া কল্যাণ সমিতির সাধারণ
সম্পাদক গ্রেফতার নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদের ওপর হামলাকারী এনায়েত করিমরাঙ্গাকে নাটোরের সিংড়া …