শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ১০ দিন ধরে নিখোঁজ রাদিফকে খুঁজছে তার বাবা-মা

১০ দিন ধরে নিখোঁজ রাদিফকে খুঁজছে তার বাবা-মা

বিজিবি কর্মকর্তা মেজর জাহাঙ্গীরের পুত্র রাদিফ নিখোঁজ হয়েছে। ২০ ফেব্রুয়ারি সে পিলখানার ৪ নং গেইট দিয়ে স্বেচ্ছায় বের হয়ে যায় বলে জানিয়েছে তার পরিবার। 

১৪ বছর বয়সী রাদিফ ট্রমা ও হতাশায় ভুগছিলো বলে জানা যায়। শ্যামলা বর্ণের রাদিফ উচ্চতায় 5′-8″।

রাদিফ অল্পভাষী হলেও ছবি আঁকা ও বই পড়ায় বেশ আগ্রহী ছিলো। খুবই মেধাবী ও সৎ এই ছেলে ফোন ব্যবহার করে না। 

২১ ফেব্রুয়ারি তার বাবা ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নাম্বার-১১৬২।

যোগাযোগ- মেজর জাহাঙ্গীর, বলিপাড়া ব‍্যাটালিয়ন। ফোন: 01711-451747, 01971-451747, 01791533310

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …