নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের হতদরিদ্রের মাঝে দশ টাকা কেজির জিআর চাল বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান।
শনিবার সকাল সাড়ে ১০টায় ওই ইউনিয়ন পরিষদ চত্বরে ১০০ জন কার্ডধারী হতদরিদ্রকে মাথাপিছু ১০ কেজি করে ওই জিআর চাল বিতরণ করেন তিনি। চাল বিতরণ কার্যক্রমের সময় মশিন্দা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, করোনা বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের খোঁজখবর নেওয়াসহ সাহায্যের জন্য ইউনিয়ন পরিষদে আসা গরিব-দুঃখি মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান। এর আগেও ইউনিয়নের অসহায় মানুষের মাঝে জিআর চাল ও নগদ টাকা প্রদানসহ করোনা মোকাবেলায় সবাইকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করে চলেছেন তিনি।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …