সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / ১০ টাকা কেজির চাল পাচ্ছেন হতদরিদ্ররা

১০ টাকা কেজির চাল পাচ্ছেন হতদরিদ্ররা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৬১৫ জন হতদরিদ্র নারী-পুরুষের মাঝে ৩০ কেজি করে ১০টাকা কেজি দরের চাল বিতরণ সুষ্ঠুভাবে চলছে। গত বছর ইউএনও মো. তমাল হোসেনের নির্দেশে উপজেলার নাজিরপুর বাজারে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওই চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু।

সোমবার (২২ মার্চ) সকালে সরেজমিনে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দূরুত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে ওই চাল নিচ্ছেন উপকারভোগিরা। খাদ্য বিভাগের বাস্তবায়নে ফেয়ার প্রাইজের ডিলার সাইফুল ইসলাম মোল্লা এই চাল বিতরণ করছেন। প্রতিমাসে ১০টাকা কেজি দরের ১৮ হাজার ৪৫০ কেজি চাল ৩০ কেজি করে ৬১৫ হতদরিদ্রদের মাঝে বিতরণ করছেন তিনি।

এ বিষয়ে ডিলার সাইফুল মোল্লা বলেন, ওয়ার্ডভিত্তিক চাল বিতরণের ফলে সুবিধা পাচ্ছেন কার্ডধারী হতদরিদ্ররা। উপকার হচ্ছে গরীব মানুষদের। ২০০৮ সাল থেকে সুনামের সাথে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছি। বছরের সাতমাস একই পদ্ধতিতে চাল বিতরণ অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।

আরও দেখুন

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে:দুলু

 নিজস্ব প্রতিবেদক: হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। …