শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / ১লা বৈশাখ থেকে অসহায় মানুষের পাশে আছে ‘এনএসএ’

১লা বৈশাখ থেকে অসহায় মানুষের পাশে আছে ‘এনএসএ’

বিশেষ প্রতিবেদকঃ

২৭৪ পরিবারকে ৭ দিনের খাবার দিয়েছে নাটোরের স্টুডেন্টস এ্যাফেয়ার। পহেলা বৈশাখ থেকে এই খাদ্য বিতরণ শুরু করেছে তারা। যেখানে নেতৃত্ব দেয় নাটোরের একদল তরুণ শিক্ষার্থী।

প্রতিদিনের খাবার ছাড়াও যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে আনুমানিক ৫০০ ঘরে ইফতার বিতরণ করেছে তারা। এক্ষেত্রে তারা একে ‘উপহার সামগ্রি’ হিসেবেই আখ্যায়িত করে। নাটোর শহরের বিভিন্ন স্থানে পশুপাখিদের ১দিন খাবার পরিবেশন, কিছু পরিবারকে নগদ অর্থ ও ঔষধ সরবারহ করেছে তারা।

আগামীতে এই সংগঠণ আরো ২০০ কর্মহীন দুঃস্থ পরিবারকে ৩ দিনের “ঈদ শুধু আমিতে না ঈদ হোক আমাদের” শীর্ষক কথায় ঈদ খাদ্য দিবে বলে জানিয়েছে তারা।এটি হবে ব্যয়বহুল।তাই সকল সামর্থ্যবাদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন সংগঠণের কর্মীরা

তারা আরও জানান, নাটোর সদর উপজেলা বাদেও সিংড়ার ২টা পরিবারের মাঝে সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও তারা জানায় আগামীতে সুস্থ্য পৃথিবী ও সুস্থ্য নাটোর দেখার প্রত্যাশা করে, আর সবাই এগিয়ে আসলে আগামীতে ইচ্ছা আছে নাটোর জেলা নিয়ে কাজ করার।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …