শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / হয়রানি ছাড়া বিচার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

হয়রানি ছাড়া বিচার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক:
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিচার বিভাগ মানুষের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। বিচারপ্রার্থীরা যাতে কোনোরকম হয়রানি ছাড়া বিচার পেতে পারেন সে ব্যাপারে বিচার বিভাগকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সৌজন্য সাক্ষাতে গেলে তাঁকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপ্রতি এসব কথা বলেন। নবনিযুক্ত প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ দ্রুত সময়ে বিচারকাজ শেষ করে জনপ্রত্যাশা পূরণে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে করোনাকালে ভার্চুয়াল আদালত পরিচালনার বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। মামলাজট কমাতে বিচার বিভাগের নেওয়া পদক্ষেপ সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান তিনি। এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …