নিউজ ডেস্ক:
রাজধানীর হাতিরপুলে স্যানিটাইজারের কন্টেইনারে আগুনে দগ্ধ চিকিৎসক দম্পতির মধ্যে ডা. রাজীব ভট্টাচার্য মারা গেছেন। সকালে সাড়ে আটটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় তার।
২১শে জুলাই গভীর রাতে রাজধানীর হাতিরপুল এলাকার একটি বাসার তৃতীয় তলার ফ্ল্যাট থেকে চিৎকার শোনেন প্রতিবেশীরা। এরপর তারা ছুটে গিয়ে অগ্নিদগ্ধ চিকিৎসক রাজীব ভট্টাচার্য ও অনূসুয়া ভট্টাচার্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক রাজীব ভট্টাচার্যের শরীরের প্রায় ৮৭ ভাগ পুড়ে গিয়েছিল। প্রায় ১৯ ভাগ পুড়ে যাওয়া তার স্ত্রী অনূসুয়ার এখনো চিকিৎসাধীন।
সূত্র: ডিবিসি নিউজ