নিউজ ডেস্কঃ
বাংলাদেশ সরকার করোনাভাইরাস (কোভিড -১৯) প্রতিরোধে তথ্য পরিসেবা কর্মসূচি চালু করেছে। বাংলাদেশের করোনাভাইরাস ( কোভিড -১৯ ) মহামারীর সর্বশেষ তথ্য এবং করণীয় সম্পর্কে জানতে হোয়াটসঅ্যাপে ০১৬৭৮৩৮০০৫৬ নম্বরটি সংযুক্ত করে বাংলা বা ইংরেজিতে “হ্যালো” লিখলেই সয়ংক্রিয় ভাবে ক্রমিক নম্বরসহ তথ্য চলে আসবে। সেখান থেকে যেকোনো বিষয়ে আপনি তথ্য পেতে পারেন । যে বিষয়ে তথ্য চান সে বিষয়ের ক্রমিক নম্বর বা আইকন (চিহ্ন) সেন্ড করলেই আপনি আপনার কাঙ্খিত তথ্য পেয়ে যাবেন ।
হোয়াটসঅ্যাপে নম্বরটি সংযুক্ত করে যে বিষয়গুলো পাওয়া যায় সেগুলো তুলে ধরা হলো। সর্বশেষ তথ্য ও পরিসংখ্যান, কিভাবে সুস্থ থাকতে পারি।, করোনাবিডি অ্যাপ এর সাহায্যে আমার ঝুঁকি জেনে নেই, সরকারি হেল্পলাইন সমূহ, ভুল ধারণা ও গুজব কিভাবে মোকাবিলা করবো, দেশ বিদেশের খবর , দেশ বিদেশে ভ্রমণ বিষয়ক তথ্য চাই , আমার সম্ভাব্য প্রশ্নের উত্তর,মানুষের সাথে কী শেয়ার করবো? এই পরিসেবাটি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, কোভিড -১৯ ইমার্জেন্সি রেসপন্স এন্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস প্রজেক্ট ও নূরা হেলথ কর্তৃক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় জনস্বার্থে প্রচারিত |
আরও দেখুন
সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি
নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …