নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করার দায়ে এনামুল হক (৩০) নামে এক প্রবাসীর ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে কলম ইউনিয়নের সুর্যপুর গ্রামের অফি প্রামানিকের পুত্র।
শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২ টার দিকে কলম এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু এ দণ্ড প্রদান করেন।এসময় সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দীকি উপস্থিত ছিলেন।
জানা গেছে, সে গত ৭ দিন আগে মালয়েশিয়া থেকে এসে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করে হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছিলেন। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার ৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি তাকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়।
নীড় পাতা / আইন-আদালত / হোম কোয়ারেন্টাইন নির্দেশ অমান্য করায় সিংড়ায় এক প্রবাসিকে ৫ হাজার টাকা জরিমানা
আরও দেখুন
সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …