সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / হেফাজতের আন্দোলন উদ্দেশ্য ও আদর্শহীন: সাবেক যুগ্ম মহাসচিব

হেফাজতের আন্দোলন উদ্দেশ্য ও আদর্শহীন: সাবেক যুগ্ম মহাসচিব


নিউজ ডেস্ক:
গত ২৬ এবং ২৮ মার্চ ঘটে যাওয়া হেফাজতের সহিংস আন্দোলনের সমালোচনা করে সংগঠনটির সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহি বলেন, হেফাজতের সাম্প্রতিক আন্দোলন লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন এবং আদর্শহীন।

রুহি আরও বলেন, হেফাজতের মৌলিক নীতি হলো- এটি একটি অরাজনৈতিক সংগঠন। এখানে কোনও রাজনৈতিক উচ্চাবিলাস চলতে পারে না। হরতালে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ভাংচুর করে আগুন দেয়া হয়েছে। যা কখনোই কাম্য নয়।  

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা ভারতীয় সরকার ও জনগণ এবং বাংলাদেশের সরকার ও জনগণের মধ্যে অপূর্ব সমন্বয় ও সমঝোতা কালক্রমে আমলাতান্ত্রিকতার বেড়াজালে আটকে গেছে বলে মন্তব্য করেন তিনি।  

হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফির নেতৃত্বাধীন কমিটির যুগ্ম মহাসচিব পদে থাকা রুহি আগেও বেশ কয়েকবার বিভিন্ন বিষয়ে হেফাজতের বর্তমান কমিটির সমালোচনা করেন।  

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে দেশে সহিংস আন্দোলনে নামে হেফাজত ইসলাম। এ সহিংসতায় হতাহত হন বেশ কয়েকজন।

আরও দেখুন

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে:দুলু

 নিজস্ব প্রতিবেদক: হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। …