শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচতে চায় শিশু সিজান

হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচতে চায় শিশু সিজান

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার তিন বছর বয়সী শিশু সিজান জন্মের পর থেকেই অসুস্থ। জন্মের পরপরই তার হৃদযন্ত্রে তিনটি ছিদ্র পাওয়া গেছে। কিন্তু দরিদ্র বাবা-মায়ের সন্তানের চিকিৎসা করানোর সামর্থ্য নেই। তাই আদরের সন্তানকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বাবা-মা।

সিজান সিংড়া উপজেলার বড় হাতিয়ান্দহ গ্রামের কৃষি শ্রমিক মো. শামসুদ্দিন আহমেদের ছোট ছেলে। ছেলের চিকিৎসার জন্য ইতিমধ্যে তিনি নিজের যা কিছু ছিল তা সব ব্যয় করে ফেলেছেন। এখন ছেলেকে বাঁচাতে সমাজের হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাবা শামসুদ্দিন।

শামসুদ্দিন আহমেদ বলেন, তাঁর নিজের কোনো জায়গা-জমি নেই। সারা জীবন অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করেছেন। চার সদস্যের পরিবারে খরচ চালানোর পাশাপাশি বড় বোনের খরচ চালান তিনি। সন্তানের চিকিৎসার প্রয়োজনে কোথাও গেলে সেদিন হাঁড়ি চড়ে না তাঁদের। সম্পদ বলতে যা ছিল, সবই ছেলের চিকিৎসায় ইতিমধ্যে শেষ করে ফেলেছেন।

শামসুদ্দিন আরও বলেন, তাঁর শ্বশুরেরও কোনো সম্পদ নেই। নদীর ধারে খাস জমিতে তাঁদের বসবাস। চিকিৎসকেরা এখন বলছেন, সিজানকে বাঁচাতে হলে পুরো চিকিৎসা শেষ করতে প্রয়োজন আরও চার লাখ টাকা। যা কোনোভাবেই তাঁর পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।

বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালের শিশু ও হৃদরোগ বিশেষজ্ঞ নুরুন নাহার ফাতেমা নিশ্চিত করেছেন, জন্ম থেকেই সিজানের হৃদযন্ত্রে তিনটি ছিদ্র আছে। চিকিৎসা করে পুরোপুরি সুস্থ করাটা অনেক ব্যয়বহুল।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …