শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / হিলি স্থল বন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য

হিলি স্থল বন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পন্য আমদানি স্বভাবিক রয়েছে, স্বাভাবিক রয়েছে বন্দরের পন্েযর লোড-আনলোডিং কার্যক্রম। এদিকে পন্য বোঝাই নিয়ে বন্দর ছেড়ে যাচ্ছে ট্রাক গুলো। এখন বন্দরে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। বন্দরে ফিরেছে প্রান চাঞ্চল্য।

আজ বৃহস্পতিবার সকাল থেকে পন্যবাহী পরিবহন চলাচল শুরু করেছে। এদিকে ভারত থেকে আমদানি যোগ্য পন্য আসতে শুরু করেছে হিলি স্থলবন্দরে। এদিকে হিলি পানামা পোর্টে পন্য সামগ্রী আনলোড শুরু হয় যথারিতি।

আমদানি কারকেরা তাদের আমদানিযোগ্য পন্য সামগ্রী নিজস্ব গোডাউন থেকে বিভিন্ন স্থানে সরবরাহ শুরু করেছে।

এদিকে চালকেরা তাদের ট্রাক গুলো পার্কিং-এ না রেখে তারা পানামা পোর্টের ভিতরে প্রবেশ করিয়ে লোডিং কার্য্যক্রম শুরু করেছে।

নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবীতে ট্রাক পরিবহন ধর্ম ঘটের প্রভাব পড়েছিলো দিনাজপুরের হিলি স্থলবন্দরে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …