নিজস্ব প্রতিবেদক, হিলি:
এক যুগেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাটবীজ আমদানি শুরু হয়েছে।
ভারত থেকে পাটবীজ বোঝাই ৬টি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি শুরু হয়। হিলি স্থলবন্দরের আজিজুল ইসলাম রেন্টু নামে এক ব্যক্তি আমদানি কারকের প্রতিনিধি হিসেবে এ বীজ আমদানি করছেন।
প্রথমদিনে শনিবার থেকে আজ পর্যন্ত ভারতীয় ৬ ট্রাকে ১২৬ মেট্টিক টন পাটবীজ আমদানি হয়েছে বলে নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব।
পাটবীজ আমদানিকারক আজিজুল ইসলাম রেন্টু বলেন, দেশের চাহিদা মোতাবেক ভারত থেকে বিভিন্ন বীজ আমদানি করে থাকি। তবে দীর্ঘ সময় ধরে ভারত থেকে পাটবীজ আমদানি বন্ধ ছিলো। সর্বশেষ ২০০৮ সালের পর আর এ বন্দর দিয়ে পাটবীজ আমদানি হয়নি। দীর্ঘ সময় বন্ধের পর দেশে চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আবারও পাটবীজ আমদানি শুরু করেছি। আমদানি করা এসব পাটবীজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।