শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলি স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক, হিলি:
হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসব পবিত্র শবেবরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

হিলি স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টেস্ এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বলেন, আজ সোমবার (২৯ মার্চ) হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসব ও আগামীকাল মঙ্গলবার (৩০ মার্চ) পবিত্র শবেবরাতের ছুটি থাকায় স্থলবন্দরটি দিয়ে আমদানি রপ্তানি দুই দিন বন্ধ থাকছে। আগামী ৩১ মার্চ থেকে আবারো আমদানি-রপ্তানি চালু হবে।

এদিকে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অশীত কুমার শ্যানাল জানান, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পানামা পোর্ট অভ্যন্তরে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …