বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:  
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে অসহযোগ আন্দোলনের
মধ্যও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে
দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আজ রোববার (৪ আগস্ট) সকাল ১১ টার দিকে ভারত থেকে কাঁচা পণ্য বোঝাই ট্রাকগুলো হিলি বন্দরের
প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। বিষয়টি বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট
আ্যসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট।
তিনি জানান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হিসাবে সারাদেশে অসহযোগ আন্দোলনের
ডাকের মধ্যও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ পোর্ট অভ্যন্তের পণ্য লোড-আনলোড স্বাভাবিক
রয়েছে। পোর্ট থেকে বাংলাদেশি ট্রাকগুলো বের হয়ে দেশের বিভিন্নস্থানে ছেড়ে যাচ্ছেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল ইসলাম বলেন,হিলি ইমিগ্রেশন
চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলিতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

আরও দেখুন

বৈষম্যবিরোধীদের নামে ছাত্রলীগকে পুনর্বাসন, প্রতিরোধের আহ্বান শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে নানান অপকর্ম, আওয়ামী লীগ, ছাত্রলীগকে পূর্নবাসন …