বৃহস্পতিবার , মার্চ ২৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি স্থলবন্দর দিয়ে ছোলার আমদানিবেড়েছে, কেজিতে দাম কমেছে ৫ টাকা।

হিলি স্থলবন্দর দিয়ে ছোলার আমদানিবেড়েছে, কেজিতে দাম কমেছে ৫ টাকা।

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,আসন্ন রমজানকে ঘিরে দিনাজপুরের হিলি স্থরবন্দরে
বেড়েছে ছোলার আমদানি। রমজান যত ঘনিয়ে আসছে
ততই বাড়ছে আমদানির পরিমাণ। ফলে দাম কমতে শুরু
করেছে। এই মধ্যে বন্দরে পাইকারী পর্যায়ে কেজিতে ৫
টাকা দাম কমেছে। যার প্রভাব পড়তে শুরু করেছে খুচরা
পর্যায়ে। ব্যাবসীরা জানান, আমদানি অব্যাহত থাকলে
রমজানে দাম আরো কমবে। এদিকে রাজানে সব চেয়ে বেশী
চাহিদা সম্পন্ন এই নিত্যা পন্যটির দাম কমায় খুশি
ক্রেতাসাধারণ।
বন্দর কর্তৃপক্ষ জানান, প্রতিদিন গড়ে ১০ গাড়ি করে ছোল
আমদানি হলেও এখন সেই সংখ্যা দাঁড়িয়ে ২৫ গাড়িতে।
ছোলার পাশাপাশি আমদানি বেড়েছে বিভিন্ন রকমের
ডাল, কিসমিস, বাদাম, ইসবগুল ভূষি, তোকমা দানা সহ
রমজানে চাহিদা সম্পন্ন পণ্যের।
আমদানিকারক প্রতিষ্ঠান আল-মদিনা এন্টার প্রাইজের
সত্তাধিকারী ফুরকানুল ইসলাম জানান, রমজানে ছোলার
চাহিদা কয়েকগুন বেড়ে যায়। চাহিদার তুলনায় সরবরাহ কম
হলে দাম বাড়ে। তাই রমজানে চাহিদার কথা বিবেচনা করে
প্রতিদিন ৫ থেকে ৬ গাড়ি করে ছোলা আমদানি করছেন।
প্রতিকেজি ছোলা আমদানিতে খরচ পড়ছে ৯০-৯১ টাকা।
বন্দরে প্রতিকেজি ছোল পাইকারী দরে (ট্রাক সেল) বিক্রি
হচ্ছে ৯১-৯২ টাকায়। অর্থাৎ প্রতিকেজিতে লাভ হচ্ছে এক
টাকা।

এ বন্দর থেকে ছোলা কিনে ঢাকার বিভিন্ন মোকামে
সরবরাহ করে থাকেন। গত সপ্তাহে তিনি ৯৬-৯৮ টাকা দরে
ছোলা কিনেছেন। এখন সেই ছোলা কিনছেন ৯২ টাকা
দরে। কেজিতে ৬/৭ টাকা দাম কমেছে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রæপের সাধারণ
সম্পাদক নাজমুল হক বলেন, রমজানে এই পণ্যটির সংকট
যাতে না হয়। সেজন্য প্রচুর পরিমাণ এলসি (ঋণপত্র) খোলা
হয়েছে। আশা করি দাম আরো কমবে।
হিলি কাস্টমস এর রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম জানান,
বন্দরে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক বয়েছে।
তবে সম্প্রতি ছোলা আমদানির পরিমাণ বেড়েছে।
প্রতিদিন ২০-২৫ গাড়ি করে আমদানি হচ্ছে। ছোলসহ
রমজানে চাহিদা সম্পন্ন পণ্যগুলি দ্রæত পরীক্ষন ও শুল্কায়ন করা
হচ্ছে।
হিলি বন্দরে সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের চার দিনে
১১২ টি ভারতী ট্রাকে ৪ হাজার ৮৬ টন ছোলা এবং ২৫
ট্রাকে ৯৪৫ টন বিভিন্ন ধরণের ডাল আমদানি হয়েছে।
এদিকে হিলি বাজার ঘুরে জানা যায়, গত সপ্তাহে যে
ছোলা খুচরা পর্যায়ে ১২০ টাকা কেজি দরে বিক্রি
হয়েছে এখন তা বিক্রি হচ্ছে ১১০ টাকা দরে।

আরও দেখুন

সিংড়ায় স্বাধীনতা দিবসে বিএনপির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি।  …