রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি স্থলবন্দরে সীমিত পরিসরে পণ্য আমদানি

হিলি স্থলবন্দরে সীমিত পরিসরে পণ্য আমদানি


নিজস্ব প্রতিবেদক, হিলি:
দেশে বিভিন্ন সীমান্ত ঘেষাঁ জেলা গুলোতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ও ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হিলি স্থলবন্দর দিয়ে সীমিত পরিসরে চলছে ভারত থেকে পণ্য আমদানি।

প্রথমদিকে স্বাস্থ্যবিধি মেনে এ বন্দর দিয়ে ভারত থেকে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও বন্দরের ব্যবসায়ীদের সিদ্ধান্তে এখন তা কমিয়ে আনা হয়েছে মাত্র ৮০ ট্রাকে। তবে বন্দর অভ্যন্তরে স্বাস্থ্যবিধি মানতে অনিহা বন্দরের শ্রমিক ও ভারতীয় ট্রাক চালকরা।

এ বিষয়ে হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন ও প্রতাব মল্লিক জানান, সারাবিশ্বে এখন করোনা মহামারী চলছে। আর এই মহামারীর মধ্যে সকল স্বাস্থ্যবিধি মেনেই আমদানি কার্যক্রম স্বাভাবিক আছে। মানুষের জীবিকা ঠিক রাখতে আমরা কঠোর স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে আমদানি সীমিত পরিসরে করা হয়েছে যাতে স্বাস্থ্যবিধির বিষয়টি আমরা নিশ্চিত করতে পারি।

হিলি কাষ্টমসের উপ কমিশনার কামরুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি মেনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চলছে। তবে আগে যেখানে ২শ ট্রাক বন্দরে প্রবেশ করতো এখন সেখানে আমদানি হচ্ছে ৮০ ট্রাক। এতে রাজস্ব কিছুটা কম আদায় হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …