শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি স্থলবন্দরে রেলপথে ১৬’শ টন ভারতীয় পেঁয়াজ আমদানি

হিলি স্থলবন্দরে রেলপথে ১৬’শ টন ভারতীয় পেঁয়াজ আমদানি

নিজস্ব প্রতিবেদক, হিলি:
কোরবানি ঈদের আগে এবারে হিলি স্থলবন্দরে রেলপথে চতুর্থ চালানে আমদানি হলো ভারতীয় ১৬ শত টন পেঁয়াজ। আজ রবিবার সকাল থেকে হিলি রেলওয়ে ষ্টেশনে ওই আমদানিকৃত পেঁয়াজ খালাশ শুরু হয়।

হিলি বন্দরের আমদানিকারক হাজী শহিদুল ইসলাম জানান, দেশের পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে রাখতেই তিনি ভারতীয় পেঁয়াজ আমদানি করেছেন। ভারতের নাসিক থেকে এই পেঁয়াজ লোড নিয়ে দেশের দর্শনা বর্ডার হয়ে রেলপথে হিলিতে আমদানি করেছেন।

এর আগে হিলিতে রেল পথে তিনটি চালানে ৪ হাজার ৯ শত মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। এবারে চতুর্থ চালানে ৪২ টি ওয়াগেনে ১ হাজার ৬ শত ৬ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হলো।

তবে হিলি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এ পেঁয়াজ পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …