শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি স্থলবন্দরে ভারতীয় আলু-পেঁয়াজের দাম কমতে শুরু

হিলি স্থলবন্দরে ভারতীয় আলু-পেঁয়াজের দাম কমতে শুরু

করেছে


নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় আলু-পেঁয়াজের আমদানি
বেড়ে ওঠার পাশাপাশি পাইকারি বাজারে দামও কমতে শুরু
করেছে। এদিকে দেশের বাজারে পাতা পেঁয়াজ উঠতে শুরু করায়
বন্দর অভ্যন্তরে পাইকারী পর্যায়ে কেজিতে অন্তত ১০ টাকা দাম
কমেছে। ব্যাবসায়ীরা জানান সপ্তাহ খানেক পর পন্য দুটির দাম
আরো কমবে। তবে বন্দরে পণ্য দুটির দাম কেজিতে ১০ টাকা
কমলেও খুচরা পর্যায়ে কেজিতে শুধু মাত্র ৫ টাকা কমেছে।
গত সপ্তাহে আমদানিকৃক যে পেঁয়াজ বন্দরে পাইকারী
পর্যায়ে প্রকার ভেদে ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে
এখন সেই পেঁয়াজই ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে
আলুর দাম ১০ টাকা কমে ৫২ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম জানান, ভারতে
নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় সে দেশে দাম কিছুটা কমতে
শুরু করেছে। আগে ৪৪০ ডলার মূল্যে প্রতিটন পেঁয়াজ
আমদানি করা হতো। এখন ৪১০ ডলার মূল্যে আমদানি করা
হচ্ছে। যার প্রভার বন্দরে পড়তে শুরু করেছে।
হিলি স্থলবন্দর এলাকার খুচরা বাজার ঘুরে দেখা যায়, আগে যে
আলু ৭০ টাকা দরে বিক্রি হয়েছে। এখন তা বিক্রি হচ্ছে ৬৫
টাকা দরে। একই চিত্র পেঁয়াজের দামেও। আগে যে পেঁয়াজ ৯০
টাকা এখন সেই পেঁয়াজ ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি -রপ্তানিকারক গ্রæপের সভাপতি
শাখাওয়াত হোসেন শিল্পী জানান, দেশের বাজারে দাম সহনীয়
রাখতে ব্যবসায়ীরা প্রচুর এলসি খুলেছেন। আমদানি অব্যাহত
থাকলে দাম আরো কমে আসবে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …