শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি স্থলবন্দরে আন্তর্জাাতিক কাষ্টমস দিবস পালিত

হিলি স্থলবন্দরে আন্তর্জাাতিক কাষ্টমস দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
ভারতের কাস্টমস কর্মকর্তাদের সাথে মিষ্টি বিনিময়, সিমিত পরিশরে আলোচনা সভার মধ্য দিয়ে হিলি স্থলবন্দরে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টায় হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শুন্য রেখায় ভারতের কাস্টমস সুপারিনটেনডেন্ট দেবরাজ শ্যানাল ও সুপারিনটেনডেন্ট জে কে মন্ডলের হাতে মিষ্টির প্যাকেট উপহার দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসের শুভেচ্ছা জানান হিলি কাস্টমসের সহকারী কমিশনার জে এম আলী আহসান। এসময় ভারতীয় কাস্টমসের ইন্সপেক্টর অদিতি রায়, রাজেশ রঞ্জনসহ বাংলাদেশের কাস্টমস কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পানামা পোর্টের সভা কক্ষে আমদানি-রফতানি কারক, সিএন্ডএফ এজেন্ডদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার হিলি কাস্টমসের ডিপুটি কমিশনার সুইদুল আলম। আলোচনা সভায় আমদানি-রফতানি কারক, সিএন্ডএফ এজন্টন্ড ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …