বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলি স্থলবন্দরের ১২ আমদানিরকারক পেলেন আলু আমদানির পারমিট

হিলি স্থলবন্দরের ১২ আমদানিরকারক পেলেন আলু আমদানির পারমিট


নিজস্ব প্রতিবেদক,হিলি :

দিনাজপুরের হিলি স্থলবন্দরের ১২ আমদানিকারক পেলেন আলু আমদানির ইনপোট পারমিট (আইপি)। দুই একদিনের মধ্যে ভারত থেকে ১২ হাজার মেট্রিক টন আলু আমদানি করবেন আমদানিকারকরা।

আজ বুধবার দুপুর ১২ টায় বিষয়টি নিশ্চিত করছেন হিলি পোর্ট উপ-সহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী।

তিনি জানান, দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সোমবার (৩০ অক্টোবর) বেশ কয়েকজন আমদানিকারক আইপির আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হিলি স্থলবন্দরের ১২ আমদানিকারককে মঙ্গলবার রাতে ১২ হাজার মেট্রিক টন আলু আমদানির আইপি দেওয়া হয়েছে। তারা দু-একদিনের মধ্যেই আলু আমদানির করতে পারবেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …