বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলি সীমান্ত আটক দুই শিক্ষার্থীকে ৫ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ

হিলি সীমান্ত আটক দুই শিক্ষার্থীকে ৫ ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে আরাফাত হোসেন শান্ত (১৫) ও রুহুল আমিন (১৩) নামের দশম ও অষ্টম শ্রেনীর দুই মাদ্রাসা ছাত্রকে ধরে নিয়ে যাওয়ার ৫ ঘন্টা পর ফেরত দিলো বিএসএফ। তারা দুজনে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট গ্রামের বাসিন্দা।

আজ রবিবার দুপুরে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার ১০এস এর বালুরচড় নামক এলাকার ভারত অংশ থেকে তাদের আটক করে নিয়ে যায় বিএসএফ। রুহুল আমিন আনোয়ার হোসেনের ছেলে ও আরাফাত হোসেন আরমান আলীর ছেলে। তারা উপজেলার আলীহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার ছাত্র।

আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জেম হোসেন জানান, আজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের করোনার টিকা প্রদানের জন্য হিলি স্থলবন্দরে টিকা কেন্দ্রে আসে। টিকা নেওয়া শেষে ছাত্র-ছাত্রীদের নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু আরাফাত ও রুহুল তারা হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের দিকে বেড়াতে যায়। বেড়ানোর এক পর্যায়ে সীমান্ত এলাকা চিহ্নিত করতে না পেরে ভারত অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়।

এদিকে ওই দুই স্কুল ছাত্রকে ফেরত চেয়ে হিলি বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পত্র দিয়ে অনুরোধ জানানো হয়। বিকেল ৫ টায় দু দেশের বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহবুব আলমম ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ এর হিলি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুলতান সিং।

আরও দেখুন

অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে  আনোয়ার হোসেন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে …