সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হিলি সীমান্তে ২৯৯ পিচ এ্যাম্পল ও ১৭৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

হিলি সীমান্তে ২৯৯ পিচ এ্যাম্পল ও ১৭৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর):
দিনাজপুরের হিলি সীমান্তে মাদকদ্রব্য অভিযানে ২৯৯ পিচ এ্যাম্পল ও ১৭৬ বোতল ফেন্সিডিল সহ এক জনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত আসামি হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকার জিলাপিপট্টি গ্রামের শের আলীর ছেলে ইব্রাহীম আলী।

রবিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় হিলির জিলাপিপট্টি গ্রামে শের আলীর নিজ বাড়ি থেকে পুলিশ মাদকদ্রব্যগুলো উদ্ধারসহ ইব্রাহীমকে গ্রেফতার করে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার সহ সঙ্গী ফোর্স নিয়ে চুড়িপট্টি এলাকার জিলাপিপট্টি গ্রামের শের আলীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে পেঁয়াজের বস্তায় রাখা ২৯৯ পিচ এ্যাম্পল ও ১৭৬ বোতল ফেন্সিডিলসহ ইব্রাহীম আলীকে হাতনাতে আটক করে।
আটককৃত আসামি ইব্রাহীমের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …