শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলি সীমান্তে বিজিবি বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

হিলি সীমান্তে বিজিবি বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
সীমান্তে মানুষ হত্যা, চোরাচালান, মাদক পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী-শিশু পাচার প্রতিরোধ ও সীমান্তের স্পর্শকাতর সমস্যাবলী নিয়ে হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ফলপ্রসু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিজিবির হিলি আইসিপি ক্যাম্পে দুই বাহিনীর মাঝে এই পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে সীমান্তের শুন্যরেখায় বিএসএফের কর্মকর্তাবৃন্দ আসলে বিজিবি তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বৈঠক শেষে দুপুর সোয়া ২টায় একই পথ দিয়ে বিএসএফ সদস্যরা ভারতে চলে যান। বৈঠকে বিজিবির পক্ষে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক খাঁনের নেতৃত্বে ১৬ সদস্যের বিজিবি দল অংশগ্রহন করেন। অপর দিকে বিএসএফের পক্ষে ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি টিপিএস সিদুর নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহন করেন।

বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল হক জানান, সীমান্তে বিএসএফ কতৃক নিরীহ মানুষের উপর গুলিবর্ষন না করা, চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত থেকে কাউকে গ্রেফতার না করার বিষয়ে দুবাহিনীর মাঝে বৈঠকে আলোচনা করা হয়েছে। এব্যাপারে উভয় পক্ষ একমত পোষনের পাশাপাশি সমন্বিতভাবে টহল ব্যবস্থা জোরদারের সিন্ধান্ত গৃহিত হয়।

আরও দেখুন

বাজার পরিদর্শনে দিনাজপুর জেলা প্রশাসক।আমদানি রফতানি কারকদের সাথে মতবিনিময়।

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,দিনাজপুরেরর হিলি বাজার পরিদর্শন করেছেন দিনাজপুর জেলারনবনিযুক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম।আজ সকাল …