শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি সীমান্তে বিজিবি পরিচয়ে ভারতে প্রবেশের চেষ্টায় এক ভুয়া বিজিবি সদস্যকে আটক করেছে বিজিবি

হিলি সীমান্তে বিজিবি পরিচয়ে ভারতে প্রবেশের চেষ্টায় এক ভুয়া বিজিবি সদস্যকে আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক,হিলি, দিনাজপুরঃ


হিলি সীমান্তে বিজিবি পরিচয় দিয়ে ভারত প্রবেশের চেষ্টাকালে ফিরোজ আলী খাঁন রাজ নামের এক যুবককে আটক করেছে হিলি চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা।

আজ রবিবার বিকেলে সীমান্তের চেকপোষ্ট গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফিরোজ আলী খাঁন রাজ (২৯) জয়পুরহাট জেলার সদর চকদাদরা গ্রামের মাজেদুল মন্ডলের ছেলে।

হিলি ক্যাম্পের নায়েক সুবেদার তবিবুর রহমান জানান, ‘সীমান্তের চেকপোষ্ট জিরো পয়েন্ট এলাকায় এসে আটককৃত ব্যক্তি নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিলে সেখানে দায়িত্বরত নায়েক রাকিব তার কাছ থেকে পরিচয় পত্র দেখতে চায়। এ সময় সে পরিচয় পত্র দেখাতে অপরাগতা প্রকাশ করলে দায়িত্বরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়।

তার দেহ তল্লাশি করে বিজিবি মনোগ্রাম সংবলিত একটি ভুয়া আইডি কার্ড, একটি ড্রাইভিং লাইসেন্স, ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড, ও একটি মোবাইল ফোন জব্দ করেন বিজিবি সদস্যরা। পরে আটক ফিরোজ কবিরকে বিকেলে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …