নিজস্ব প্রতিবেদক, হিলি
হিলি সীমান্ত এলাকায় করোনার প্রাদুরভাব ঠেকাতে নিরাপত্তার চাদরে ঢেঁকে রেখেছে বিজিবি। কাঁটা তারের বেড়া নেই এমন দীর্ঘ ৫ কিলোমিটার সীমান্ত এলাকা সি,সি,ক্যমেরার আওতায় এনে দিবারাত্রি পর্যবেক্ষন করছেন তারা। করোনা ভাইরাস ঠেকাতে সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, সীমান্তের উৎসুক জনতার অহেতুক ঘোরা ফেরা বন্ধে বিশেষ সতর্কতা জারির পাশাপাশি রাতে বাড়তি টহলের ব্যবস্থা করেছে বিজিবি।
করোনা ভাইরাস মোকাবেলায় সীমান্তের শুন্য রেখায় পুরুষের পাশাপাশি নারী বিজিবি সদস্যরাও করোনার ঝুকি এড়াতে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গেøাভস ও চেকপোষ্ট গেটে দায়িত্ব রতরা পারসোনাল প্রটেকশন ইকিউপমেন্টস (পিপিই) পোষাক পরে সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। এছাড়াও দিনের বেলায় বিজিবি কঠোর ভাবে তাদের দায়িত্ব পালন করছেন। এদিকে সন্ধ্যে ঘনিয়ে এলে তীব্র সার্স লাইটের আলোর মাধ্যমে বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষা করছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ২০ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আবু নাঈম খন্দকার জানান, ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে রাতে টহলের ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। সীমান্তে প্রতিনিয়ত করোনা জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। করোনা ভাইরাস ঠেকাতে সীমান্তে বিজিবি সদস্যদের বাড়তি সতর্কাবস্থায় রাখা হয়েছে।