নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের হিলি সীমান্তের শুন্য রেখায় করোনা মহামারীর কারনে সীমিত পরিসরে দুই বাংলার মানুষের অংশগ্রহণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ সোমবার সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেইটের ২৮৫ নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন শুন্য রেখায় দিবসটি পালন করা হয়।
এ সময় সেখানে অস্থায়ী শহীদ বেদীতে দুই বাংলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পর সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন দুই বাংলার নেতৃবৃন্দ।
এ সময় সেখানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন,হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাব এবং ভারতের পক্ষে ছিলেন তিওড় উজ্জীবিন সোসাইটির সম্পাদক সূরুজ দাস, হিলি তুরা জয়েন্ট মুভমেন্ট কমিটির আহব্বায়ক নবকুমার দাস, হিলি গর্ভনমেন্ট কলেজের অধ্যক্ষ নারবু শেরপা, নবদিগন্তের কর্ণধার অমিত সাহা।