সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলি সীমান্তের চেকপোস্টের শুন্য রেখায়ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৭৭০টি ইয়াবা

হিলি সীমান্তের চেকপোস্টের শুন্য রেখায়ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৭৭০টি ইয়াবা

ট্যাবলেটসহ নারী যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক:

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময়
দিলরুবা বেগম (৩৫) নামে এক নারী পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে ১ হাজার ৭৭০
পিস ইয়াবা উদ্ধার করেছেন চেক পোস্টের বিজিবির সদস্যরা।
আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় হিলি সীমান্তেরর শুন্য রেখায় ওই নারীর ব্যাগ তল্লাশি
করে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ওই নারীর জেলার পার্বতীপুর পৌর
শহরের মোজাফ্ধসঢ়;ফর মহল্লার শহিদুল ইসলামের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল
নাহিদ নেওয়াজ।
তিনি জানান,প্রতিদিনের ন্যায়ে আজও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার
স্বাভাবিক ছিল। সকল থেকে বেশ কিছু যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন।
বেলা সাড়ে ১১ টার দিকে এক নারী যাত্রী ভারত থেকে আসার সময় তার ব্যাগ তল্লাশি করার
সময় তার ব্যাগ থেকে ১ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে ওই
নারীকে আটক করে ক্যাম্পে নেওয়া হয়। বিজিবির সদস্যরা ওই নারীর বিরুদ্ধে হাকিমপুর
থানায় মামলা দায়ের পূর্বক থানায় সোপর্দ করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …