নিজস্ব প্রতিবেদক, হিলি
হিলি বাজারে প্রথম উঠেছে নতুন পাতা পেঁয়াজ। বাজারে পেঁয়াজের দাম বেড়ে ওঠায় কৃষকেরা সুযোগ বুঝে নতুন পাতা সহ পেঁয়াজ বিক্রি শুরু করেছে। দাম যে কম তাও নয়, ছোট বড় সব মিলিয়ে ৮টি পেঁয়াজের দাম ১৫ টাকা, ওজন আড়াই’শ গ্রামের কিছুকম বা কিছু বেশী, কেজি পড়ছে ৬০ টাকা। কিনছেনও ক্রেতারা। চোখের পলকে বিক্রি হয়ে গেলো প্রায় ৪০ কেজি পেঁয়াজ।
কৃষক আমজাদ হোসেন বললেন, তার বাড়ী পাশর্^বর্তী পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা রামভদ্রপুর গ্রামে। তিনি ২৫ শতাংশ জমিতে পেঁয়াজ আবাদ করেছেন। পেঁয়াজের গাছের বয়স পুর্নতা লাভ না করলেও আগামী বৃহস্পতিবার থেকে তিনি পাতা সহ পেঁয়াজ বিক্রি পুরোদমে শুরু করবেন। তাতে এবার লাভও ভালো পাবেন তিনি।
এদিকে খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১৫ টাকা, মায়ানমারের পেঁয়াজ ১২৫ ও পাবনার দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।