শনিবার , জানুয়ারি ৪ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে

হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে

নিজস্ব প্রতিবেদক, হিলি:
ভারতের প্রজাতন্ত্র দিবসের কারনে সে দেশে সরকারি ছুটি থাকায় আজ মঙ্গলবার সকাল থেকে হিলি বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি কাস্টমস ও বন্দরের অভন্তরে কাজকর্ম স্বাভাবিক রয়েছে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বলেন, মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটি থাকায় এ বন্দরে কোনো আমদানি-রপ্তানি হবে না। আগামীকাল বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ভাবে চলবে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের গণ সংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান, প্রজাতন্ত্র দিবসের ছুটিতে থাকায় আজ মঙ্গলবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চলবে। তবে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে লোড আনলোড সহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আরও দেখুন

বড়াইগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত …