নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর):
হিলির ফেরদৌস আলী খাঁন মডেল স্কুল অ্যান্ড কলেজে জুম সফটওয়্যারের মাধ্যমে অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের পাঠদান শুভ উদ্বোধন করা হয়েছে।
ফেরদৌস আলী খাঁন মডেল স্কুল অ্যান্ড কলেজ কতৃপক্ষ আয়োজিত কনফারেন্স রুমে আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
উক্ত কলেজ অধ্যক্ষ খন্দকার জিয়াউল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অত্র কলেজের অর্থ উপদেষ্টা শামসুল হুদা খাঁন, বিশেষ অতিথি ছিলেন ভাইস প্রিন্সিপ্যাল মিজানুর রহমান। এ সময় ইলেকট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরে জুম সফটওয়্যারের মাধ্যমে অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের পাঠদান শুভ উদ্বোধন করা হয়।