রবিবার , এপ্রিল ১৩ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / হিলি পোর্টের অভ্যন্তরে ভারতীয় ভুট্টা বোঝাই ট্রাকের কেবিন থেকে মাদকদ্রব্য উদ্ধার

হিলি পোর্টের অভ্যন্তরে ভারতীয় ভুট্টা বোঝাই ট্রাকের কেবিন থেকে মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পানামা পোর্টের অভ্যন্তরে ভারত থেকে আমদানিককৃত ভুট্টা বোঝাই ট্রাকের কেবিন থেকে ৬০ হাজার টাকা মুল্যের মাদক দ্রব্য উদ্ধার করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। ভারতীয় ট্রাকটিকেও জব্দ করা হয়েছে।

হিলি কাস্টমস এর উপ-কমিশনার কামরুল ইসলাম জানান, সোমবার রাত ৯টারদিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিত্বে ভারত থেকে আমদানিকৃত ভুট্টা বোঝাই ট্রাকে মাদক দ্রব্য আসছে। এমন খবর পেয়ে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট অভ্যন্তরে অভিযান চালিয়ে নং- ডাব্লুবি বি- ২৩ / ডি ১৩৮১ এর ক্যাবিনে তল্লাসি করে বিপুল ১০৩ বোতল বিভিন্ন প্রকার মদ, ৭৫ পিচ ফেন্সিডিল, ১ হাজার ৩৬৩ পিচ নেশা ইনজেকশন উদ্ধার করা হয়। যার মুল্য ৬০ হাজার টাকা। এবং ভারতীয় ট্রাকটিও জব্দ করা হয়েছে।

আরও দেখুন

ঈশ্বরদীতে এসএসসি-৭০ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক পাবনা ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বন্ধু মানে সুখ-দুঃখের এক মজবুত ভরসা, চরম বন্ধুর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা। …