রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / হিলি দিয়ে আসছে ভারতীয় কাঁচা মরিচ

হিলি দিয়ে আসছে ভারতীয় কাঁচা মরিচ

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দেশের বাজারে কাঁচা মরিচের দাম হঠাৎ করেই ঊর্ধ্বমুখী হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি। এসব মরিচ আমদানি করা হচ্ছে ভারতের বিহার রাজ্য থেকে। প্রতিটন কাঁচা মরিচ ৪ শ ডলারে আমদানি করা হলেও যার প্রতি কেজিতে শুল্ক দিতে হচ্ছে ২১ টাকা করে।

আমদানি কারক মাহবুবুর রহমান জানান, আমদানি বৃদ্ধি পেলে দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমে আসবে। এদিকে হিলি স্থলবন্দর দিয়ে ৪০ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। আর এর থেকে সরকার রাজস্ব পেয়েছে ৮৪ হাজার টাকা।

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …