রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি চেক পোস্ট দিয়ে ভারত-বাংলাদেশে আটকে পড়া যাত্রী পারাপার শুরু আগামীকাল

হিলি চেক পোস্ট দিয়ে ভারত-বাংলাদেশে আটকে পড়া যাত্রী পারাপার শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর):
হিলি ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার রবিবার থেকে শুরু হচ্ছে। করোনা মহামারীর কারণে দীর্ঘ সাড়ে ১৩ মাস হিলি চেকপোষ্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ ছিলো। এবারে করোনাকালীন সময়ে ভারতে আটকে পড়া বাংলাদেশীদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য হিলি চেকপোস্ট খুলে দেয়া হয়েছে। তবে এ সব যাত্রীদের দেশে প্রবেশের সাথে সাথে তাদেরকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে।

স্থানীয় প্রশাসন, পুলিশ ও মেডিকেল টিম এক যোগে কাজ করে যাচ্ছে। যারা ভারত থেকে দেশে ফিরবেন তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে। কোয়ারেন্টাইনে রাখার জন্য হিলিতে ৩টি আবাসিক হোটেল ও পার্শবর্তী উপজেলা বিরামপুরে ৪টি আবাসিক হোটেল প্রস্তুত রাখা হয়েছে। খাবার সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। অসুস্থ রোগীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য জন্য জেলা সদর দিনাজপুর ও রংপুর হাসপাতাল প্রস্তত রাখা হয়েছে।

হিলি ইমিমগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান. করোনা প্রতিরোধের কারণে গেলো বছর ২৩ মার্চ থেকে হিলি ইমিগ্রশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। তবে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি স্বাভাবিক থাকলেও পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ করে দেয় সরকার।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার নূর এ-আলম জানান, ভারতে যে সব পাসপোর্ট যাত্রী আটকা পড়েছেন তারা ফিরে আসবেন। পাশাপাশি ভারতীয়রা যারা পাশপোর্টে দেশে অবস্থান করছেন তারাও ফিরে যেতে পারবেন।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …