বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলি চেকপোস্টে এখনও চলছে সনাতন পদ্ধতিতে তল্লাসী

হিলি চেকপোস্টে এখনও চলছে সনাতন পদ্ধতিতে তল্লাসী

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
হিলি চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোটে যাত্রী যাতায়াত বেড়েছে। পাশাপাশি বেড়েছে সরকারের রাজস্ব। তবে সেবার মান বাড়ানো হলে আরও বেশী রাজস্ব পাবে সরকার এমন অভিমত যাত্রীদের। এদিকে যাত্রীসেবার মান আরও বাড়ানো হবে বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভৌগোলিক অবস্থাগত দিক থেকে কোলকাতা, চেননাই, মাদ্রাজ সহ ভারতের বিভিন্ন জেলার সাথে হিলি’র সড়ক ও ট্রেন যোগাযোগ অনেক ভালো থাকায় চিকিৎসা নিতে যাওয়া রুগি, শিক্ষার্থী, ভ্রমনকারিরা এবং দেশী-বিদেশী নাগরিক সহজ পথে চলাচলের জন্য এই হিলি চেকপোষ্ট বেছে নিয়েছে। আর এ কারনে যাত্রী যাতায়াত বেড়েছে এই পথে।
তবে পিছু ছাড়ছেনা সেই সোনাতন পদ্ধতিতে যাত্রীদের ব্যাগেজ তল্লাসী।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী শাহিনুর ইসলাম জানান, দেশের প্রতিটি চেকপোষ্টে স্ক্যনার মেসিন রয়েছে যাত্রীদের ব্যাগেজ তল্লাসীর জন্য। দুঃখের বিষয় শুধু হিলি চেক পোষ্টেই স্ক্যনার মেসিন নেই। তবে তিনি হিলিতে স্ক্যনার মেসিন স্থাপনের জোর দাবি জানান।

এদিকে হিলি কাষ্টমসের রাজস্ব কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, গেলো জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে ১ লাখ ২ হাজার ৭০৫ জন দেশী-বিদেশী নাগরিক পাসপোটে এই হিলি চেকপোষ্ট দিয়ে যাতায়াত করেছে। এর মধ্যে ১ হাজার ৩৪১ জন যাত্রী গেছেন কর মুক্ত। আর ৫২ হাজার ৮২জন বহিঃগমন যাত্রীদের কাছে হিলি কাষ্টমস ভ্রমন কর থেকে রাজস্ব আয় করেছে ২ কোটি ৬০ লাখ ৪১ হাজার টাকা। যাত্রী সেবার মান বাড়ানো হলে রাজস্ব বেড়ে উঠবে বললেন এই রাজস্ব কর্মকর্তা।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …