সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলি ও পার্শবর্তী সীমান্তে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার সহ আটক ১

হিলি ও পার্শবর্তী সীমান্তে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, হিলি:
বিজিবি টহলদল হিলি ও পার্শবর্তী সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও ১ জন আসামীসহ বিপুল পরিমানের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, আতশ বাজী, শাড়ী, মাদকদ্রব্য ও মোটর সাইকেল আটক করেছে।

অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, ১৪ ফেরুয়ারি ভোরে হিলি, মংলা, বাসুদেবপুর, খাংগর হাটখোলা, ভাইগর, এলাকায় অভিযান চালিয়ে ২০,৭৩,৬৪০ টাকা মুল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, আতশ বাজী, শাড়ী, মাদকদ্রব্য ও মোটর সাইকেল উদ্ধার করা হয়। এবং জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মৃত নছের আলীর ছেলে নুর মোহাম্মদকে শরীরে ফেন্সিডিল ফিটিং অবস্থায় আটক করা হয়।

আটককৃত মালামালে মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট-২,৭৯২ পিস, বিয়ার-০১ বোতল, শাড়ী-৪৯ পিস, মোটর সাইকেল (পুরাতন)-০১টি, খাবার ও কসমেটিক আইটেম-০৫ প্রকার, ফেন্সিডিল-৬৪ বোতল, আতশ বাজী-৫৬০ প্যাকেট, ০২ প্যাকেট মদ। আটকৃকত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার ম‚ল্য ২০,৭৩,৬৪০ টাকা।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …