নিজস্ব প্রতিবেদক, হিলি
নিয়ম নিতি তোয়াক্কা না করে হিলি স্থলবন্দরের হিলি বাজারে বাজার করতে আসছেন সাধারন ক্রেতারা। বাজারের ভিতরের অংশ ছাড়াও রাস্তার দু’ধারে বসেছেন কাঁচা বাজার নিয়ে। স্থানীয় প্রশাসনের প্রচারিত নিয়ম নীতি না মেনে সামাজিক দুরত্ব মানছেন না কেহই। ভারত সীমান্ত ঘেষা হিলির সাপ্তাহিক হাটের দিন হলেও প্রশাসনের কোন কথাই কর্নপাত করছেন না ক্রেতা সাধারন।
করোনা ভাইরাস ঠেকাতে হিলি-হাকিমপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ৮ থেকে বেলা ১ টা পর্যন্ত কাঁচা তরকারি, মাছ, মাংস এসবের দোকান খোলা রাখার নিয়ম বেঁধে দিয়েছে।
এদিকে আজ রবিবার দুপুরে হিলিতে হাকিমপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, আনসার ব্যাটালিয়ন যৌথ ভাবে মাঠে নেমেছেন। হিলিতে বিনা কারনে ঘোরা-ফেরা, সামাজিক দুরত্ব বজায় রাখতে অনুরোধ করছেন তারা।
সরকারি নির্দেশ অমান্যকারি, অযথা বাড়ির বাহিরে বের হয়েছেন ও অনেক দোকানী দোকান খুলেছেন এমন অপরাধে দু’দিনে ২৯জনকে ৩২ হাজার ৯শ টাকা জরিমানা করেছেন ভ্র্যাম্যমান আদালত।