বৃহস্পতিবার , নভেম্বর ১৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি’র সাংবাদিকরা পেলেন পিপিই

হিলি’র সাংবাদিকরা পেলেন পিপিই

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
প্রানঘাতী করোনা ভাইরাসে গোটা বিশ্বসহ বাংলাদেশও আতঙ্কিত। করোনাকে ঠেকাতে সরকার সতর্কতা জারি করেছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবে না। পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সেনাবাহিনী মাইকিংয়ের মাধ্যমে প্রচারনা চালাচ্ছেন।

এদিকে প্রশাসনিক বিভিন্ন দপ্তরের প্রচারনা ও ঘটে যাওয়া ঘটনা দেশবাসীর কাছে তুলে ধরতে সংবাদ সংগ্রহে সংবাদকর্মীরা ছুটে চলছে প্রতিনিয়ত। ঝুকিপুর্ন পেশাই হচ্ছে সাংবাদিকতা। করোনাকে মোকাবেলা করতে এবং নিজেকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে পিপিই পোশাক জরুরি। পিপিই পোশাকবিহীন দেখে বুধবার বিকেলে হিলি আরনু জুট মিলে সাংবাদিকদের হাতে পিপিই পোশাক তুলে দেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।

শিবলী সাদিক বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। জীবনের ঝুকি নিয়ে তাদের এই পথ চলা। ডাক্তার, প্রশাসনের মত করোনাকে মোকাবেলায় বিভিন্ন স্থানে কাজ করছেন তারা। তাদের নিরাপত্তার জন্য এই পিপিই পোশাক দেওয়া।

এসময় সীমান্তবর্তি হাকিমপুর প্রেসক্লাবের জন্য পিপিই পোশাক তুলে দেন তিনি। পিপিই বিতরণের সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত প্রমুখ।

আরও দেখুন

নাটোরে ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ৪ অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,গত ১২ নভেম্বর নাটোর শহরের বড়গাছা সাহাপাড়া  এবং বড়গাছা পালপাড়া এলাকায়  সংঘটিত ডাকাতির ঘটনায় …