মঙ্গলবার , জানুয়ারি ১৪ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / হিলির ধানক্ষেত থেকে আদিবাসি যুবকের মরদেহ উদ্ধার

হিলির ধানক্ষেত থেকে আদিবাসি যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলিতে আমন ধান ক্ষেত থেকে আদিবাসি যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ রবিবার (৮ আগস্ট) সকালে হিলির বৈগ্রাম সড়কের ইফতিখার পোণ্ট্রি ফার্মের পাশে আমন ধান ক্ষেত থেকে প্রায় ৩০ বছর বয়সী আদিবাসি কাত্তিক কিস্কু নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ । কাত্তিক কিস্কু হাকিমপুর উপজেলার চন্ডিপুর গ্রামের লগেন কিস্কুর ছেলে। মরদেহের পার্শ্বে থেকে পুলিশ এক বস্তা ঘাস ও একটি ঘাস কাটা কাচি উদ্ধার করেছে।

হাকিমপুর থানা ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, আজ বেল ১১ টায় মুঠোফোনে সংবাদ পেয়ে হিলির বৈগ্রাম সড়কের ইফতিখার পোল্ট্রি ফার্মের পাশে ধান ক্ষেত থেকে কাত্তিক কিস্কুর মরদেহ উদ্ধার করা হয়। লাশ ধান ক্ষেতের পানির ভিতর উপুড় হয়ে পরে ছিলো। মরদেহটি উদ্ধারের পর স্থানীয় কমিশনার অলক কুমার বসাক মিন্টু তার পরিচয় শনাক্ত করেন।

তিনি আরও জানান, কিভাবে মারা গেছে সেটি তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে তার ব্যবস্থা গ্রহণ করা হবে।
মরদেহ উদ্ধারের সময় সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব উপস্থিত ছিলেন।

আরও দেখুন

তারুণ্যের উৎসবে লোকনাট্য সমারোহে জনপ্রিয় লোকনাট্য আলকাপ গান মঞ্চস্থ॥ শিল্পীদের দূর্দশা কাটেনি

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,‘আলকাপ’ মূলতঃ অবিভক্ত বঙ্গদেশের লোকসংগীত। অবিভক্ত মুর্শিদাবাদ অঞ্চলের মুসলমান সম্প্রদায়ের নিজস্ব এ লোকসংগীতের চর্চা …