নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলিতে ৮টি গাঁজার গাছসহ মীর শহীদ (৪৮) নামের এক জন মাদক চোরাকারবারিকে আটক করছে পুলিশ।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে হাকিমপুর উপজেলার চকচকা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন উপজেলার আলিহাট ইউনিয়নের চকচকা গ্রামের মৃত মফছের মন্ডলের ছেলে।
হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি যে চকচকা গ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই দীনেশ চন্দ্রসহ পুলিশের একটি দল ওই চকচকা গ্রামে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মীর শহীদ দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। পরে তার নিজ বাড়ির আঙ্গিনায় রোপনকৃত ৮টি গাঁজার গাছ উদ্ধারসহ তাকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত আটটি গাঁজা গাছের ওজন ২০ (বিশ) কেজি। যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ টাকা।
তিনি আরও বলেন, দীর্ঘদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে গোপনে মাদকদ্রব্য গাঁজা চাষ করে আসছিল মীর শহীদ। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আজ বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।