রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে ৫০ প্রশিক্ষনার্থীকে চেক ও সনদ প্রদান

হিলিতে ৫০ প্রশিক্ষনার্থীকে চেক ও সনদ প্রদান

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তাবায়িত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইডিএ) প্রশিক্ষণ প্রকল্পের সেলাই ও ব্লক বাটিক প্রশিক্ষনার্থীদের মাঝে দিনাজপুরে হিলি-হাকিমপুরে চেক ও সনদ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার সকাল ১১ টায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর প্রমুখ।

প্রশিক্ষণ প্রকল্পের সেলাই ও ব্লক বাটিক ৫০ প্রশিক্ষনার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকার চেক ও সনদ প্রদান করা হয়।

আরও দেখুন

বাজার পরিদর্শনে দিনাজপুর জেলা প্রশাসক।আমদানি রফতানি কারকদের সাথে মতবিনিময়।

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,দিনাজপুরেরর হিলি বাজার পরিদর্শন করেছেন দিনাজপুর জেলারনবনিযুক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম।আজ সকাল …