সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

হিলিতে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
হিলিতে মাদকসেবনের দায়ে চার মাদকসেবীকে ১ মাস ও ২১দিন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার গভীর রাতে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো, রায়হানুজ্জামান, ফরিদুজ্জামান, মোস্তাহিদ বিল্লাহ, জুয়েল, তাদের সকলের বাড়ি রংপুর ও হিলিতে।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল রবিবার দিবাগত রাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাদক সেবনের দায়ে ৪ সেবীকে আটক করা হয়। পরে রাতেই ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে, আদালত তাদের কারাদন্ড প্রদান করেন।

পরে সোমবার সকালে তাদেরকে দিনাজপুর কারাগারে প্রেরন করা হয়েছে।

আরও দেখুন

বিজিবি দিবস উপলক্ষ্যে হিলি সীমান্তেবিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা

জানিয়েছে বিজিবি নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,,,,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৪৯তম দিবস উপলক্ষেদিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় …