শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে হুইল চেয়ার পেলেন আহাদ আলী

হিলিতে হুইল চেয়ার পেলেন আহাদ আলী

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
“হারা গরীব মানুষ, হামার ছাউ কেউ তাকায় না” শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী আহাদ আলীকে হুইল চেয়ার দিলেন বগুড়া শেরপুরের উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তা আব্দুর রশিদ।

বগুড়া শেরপুরের উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তা আব্দুর রশিদ করতোয় কুরিয়ার সার্ভিসে একটি হুইল চেয়ার পাঠিয়ে দেয় হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি, সাধারন সম্পাদকসহ সাংবাদিকরা বুধবার হুইল চেয়ারটি নিয়ে আহাদ আলীর বাড়ীতে গিয়ে তার হাতে হুইল চেয়ারটি তুলে দেন।

হুইল চেয়ার পেয়ে আবেগে আপ্লুত হয়ে আহাদ আলী সাংবাদিকদের বলেন, মুই বাহে একটা হুইল চেয়ারের জন্য কতো লোককে বলিচিনু কেউ দেয়নাই। উপজেলাতেও গেচুনু পাইনাই। আল্লহ তোমাদেক ভালো করুক।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …