সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও জাতীয় দিবস পালিত

হিলিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও জাতীয় দিবস।

আজ শুক্রবার সুর্যোদয়ের সাথে সাথে মুহাড়াপাড়া সন্মুখ সমরে ৫০ বার তোপধ্বনীর মধ্য দিয়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির শুভসুচনা করা হয়। সন্মুখ সমরে উপজেলা প্রশাসন, পুলিশ, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, প্রেস ক্লাব, সামাজিক সংগঠন সমুহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সকাল সাড়ে ৮টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে পায়রা উড়িয়ে ও আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এবং বিভিন্ন বাহিনী ও শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ প্রার্থনা, হাসপাতালে ভালো খাবার পরিবেশনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।

এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, উপজেলার চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌরমেয়র জামিল হোসেন, ওসি ফেরদৌস ওয়াহিদ, মুক্তিযোদ্ধারা ও সরকার দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …