শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

হিলিতে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের হিলিতে উপজেলা পর্যায়ের শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে উপজেলার ৩টি ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে চাম্পিয়ন ১২টি স্কুল, কলেজ ও মাদ্রসার দল অংশগ্রহন করেন।

প্রতিযোগীতা শেষে বিচারক মন্ডলীর সিদ্ধান্তে প্রাথমিক স্তরে চাম্পিয়ন হয়েছে বোয়ালদাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্তরে বিশাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক স্তরে হাকিমপুর মহিলা কলেজ চাম্পিয়ন হয়েছে। পরবর্তীতে চাম্পিয়নদলগুলো জেলা পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহন করবেন।

এ উপলক্ষে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, কৃষি অফিসার শামীমা নাজনীন, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসানসহ অনেকে।

আরও দেখুন

হিলিতে পুলিশ পরিচয়ে শিক্ষকের কাছে চাঁদা

দাবি নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,দিনাজপুরের হিলিতে পুলিশ পরিচয়ে শিক্ষকের কাছে চাঁদাবাজিরসময় ওমর ফারুক (৩০) নামের এক …