শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে শারমিন হত্যার মূল আসামি রাজু আলামতসহ আটক

হিলিতে শারমিন হত্যার মূল আসামি রাজু আলামতসহ আটক

নিজস্ব প্রতিবেদক, হিলি
হিলিতে গার্মেন্টস কর্মী শারমিন আকরার হত্যার মূল আসামি রিক্সাচালক শ্রী রাজু উড়াওকে আলামতসহ আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। আজ সোমবার ভোর রাতে উপজেলার চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটকৃত শ্রী রাজু উড়াও চন্ডিপুর এলাকার বাবু উড়াও এর ছেলে। সে হিলি স্থলবন্দর এলাকার রিক্সা চালিয়ে জিবিকা নির্বাহ করতো।

টাকা-পয়শা ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যেই শারমিনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাকিমপুর থানা ওসি আনোয়ার হোসেন জানান, উপজেলার গোড়িয়াল এলাকার শাফি আকন্দের মেয়ে শারমিন আক্তার শুক্রবার ভোরে এস,আই পরিবহনের একটি বাসে ঢাকা থেকে হিলি আসে নেমে, রাজু উড়াও এর রিক্সায় করে তার বাড়ি গোড়িয়ালে রওনা হয়। এসময় রিক্সা চালক রাজু উড়াও মেয়েটিকে একা পেয়ে তার কাছে থাকা টাকা-পয়শা ছিনিয়ে নিতে তাকে ভোর রাতেই হত্যা করে লাশ বৈগ্রাম সড়কের কাঁচা রাস্তায় ব্রীজের নিচে ফেলে দেয়।

ওই দিন রাতে লাশ উদ্ধার করে পুলিশ। পর সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে রিক্সা চালক রাজু উড়াওকে পুলিশ সনাক্ত করে। আজ ভোরে রাজু উড়ায়ের বাড়িতে অভিযান চালিয়ে নিহত শারমিনের ব্যবহৃত কাপর-চপড়সহ তার ব্যাগ উদ্ধার করা হয় এবং রাজু উড়াওকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গার্মেন্টস কর্মী শারমিনকে হত্যার কথা স্বিকার করেছে রিক্সা চালক রাজু উড়াও।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …