সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন

হিলিতে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর):
দিনাজপুরের হিলি স্থলবন্দরের যানজট নিরসনে সড়কের পাশের ফুটপাথের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা কৃতপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ও পৌরমেয়র জামিল হোসেন চলন্তের নেতৃত্বে হিলি স্থলবন্দরের চারমাথা মোড় থেকে শুরু করে বন্দরের গেট পর্যন্ত উপজেলা প্রশাসন ও পৌরসভা কতৃপক্ষ যৌথভাবে এই অভিযান চালায়। এসময় সড়কের পাশের ফুটপাথের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে দেন ও ফুটপাথ দিয়ে মানুষ চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।

একইসাথে ভবিষ্যতে কেউ যেন এগুলো পুনরায় দখল করে স্থাপনা নির্মান করতে না পারে সে হুশিয়ারী দেন। এসময় সেখানে পৌরসভার নবনির্বাচীত কাউন্সিলর বৃন্দ, প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …